”ত্বকের যত্ন” সিজন চেঞ্জে ত্বকের সমস্যা ও সমাধান

অনুজ্জ্বল ত্বক

ক্লেনজিং- টোনিং- ময়েশ্চারাইজিং নিয়মিত মেনে চলুন। ত্বকে কখনোই ময়লা জমতে দেবেন না। অনেক পানি খান, ভাল করে ঘুমান। চটপট উজ্জলতা আনতে এক টুকরো পেঁপে সারা মুখে ঘষুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

চোখের কোল ফোলা 
দুটো তুলোর প্যাড ঠান্ডা দুধে ভিজিয়ে চোখের উপরে রাখুন। তুলো গরম হয়ে আসলে নতুন দুধে ভেজানো তুলো দিয়ে বদলে নিন। প্রতিদিন ১৫ মিনিট করুন।

চোখের কোল ফোলা

চোখের চারদিকে সূক্ষ রেখা
চোখের চারপাশের নরম ত্বকে বার্ধক্যের প্রথম লক্ষন। রোজ রাতে শুতে যাওয়ার আগে ভাল কোম্পানির আন্ডার- আই ক্রিম নিয়মিত মাসাজ করুন।

ত্বকে ভাঁজ পড়া
রোদে বের হবার অন্তত ২০ মিনিট আগে সান ব্লক ক্রিম বা লোশন মুখ, গলা এবং হাতে লাগান। সানগ্লাস নিতে ভুলবেন না। দিনে অন্তত দু’বার ঠান্ডা শশার রস সারা মুখে লাগান। সেরাম- যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। রিঙ্কলস দূর করতে সাহায্য করে।

ব্ল্যাকহেডস
ধনেপাতার রস ও হলুদগুঁড়ো মিশিয়ে প্রতিদিন রাতে লাগান। সকালে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মাখুন। ১ সাপ্তাহেই ব্ল্যাকহেডস অনেকটাই কমবে।

চোখের তলায় কালি
শশা কিংবা আলুর রস চোখের তলায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ভাল আন্ডার- আই ক্রিম ব্যবহার করুন।

ব্রণ, অ্যাকনে
জায়ফল বেটে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে লাগান। ১ ঘন্টা পর ভাল করে ধুয়ে ফেলুন।

এজ স্পটস
বয়সের সঙ্গে সঙ্গে অনেকের মুখেই হালকা খয়েরি রঙের ছিট ছিট দাগ হয়। অনেক্ষন রোদে থাকলেও এইএজ স্পট দেখা দিতে পারে। ব্যবহার করুন ভাল কোম্পানির সানব্লক ক্রিম বা লোশন। দইয়ের ঘোলে তুলো ভিজিয়ে দিনে দু’বার দাগের উপর লাগান।

সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।