বাড়িতেই হোক হেয়ার স্পা

সাজসজ্জা
বাড়িতে হেয়ার স্পা করতে প্রয়োজন মাইল্ড হারবাল শ্যাম্পু, প্লাস্টিক শাওয়ার ক্যাপ, হেয়ার মাস্ক তোয়ালে, বড় দাঁতের চিরুনি ও হেয়ার কন্ডিশনিংয়ের উপকরণ।

হেয়ার স্পা শুরুঃ 

* চুল নোংরা হলে প্রথমেই অল্প পরিমাণ শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। কারণ চুল পরিষ্কার থাকলে হেয়ার কন্ডিশনিংয়ের উপকরণগুলো সহজে চুলের গোড়ায় প্রবেশ করবে।

* এবার মাথায় তোয়ালে জড়িয়ে রাখুন। চুলের ভিজে ভাব কমে গেলে চুল আঁচড়ান।

* চুলের ডগা থেকে জট ছাড়াতে শুরু করুন। প্রথমেই চুলের ওপরের অংশ থেকে জোরে জোরে চুল আঁচড়াবেন না।

* হেয়ার মাস্ক বাড়িতেও তৈরি করে নিতে পারেন। একটি ডিম, এক টেবিল চামচ ক্যাস্টার অয়েল, একটি লেবুর রস, এক চা চামচ গ্লিসারিন বা এক টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। স্ক্যাল্পে ও চুলে এই মিশ্রণ ভালো করে লাগান। তারপর প্লাস্টিকের শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা থাকুন। এবার শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন।

* চার কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে লেবুর রস মেশান। মিশ্রণ ঠাণ্ডা হলে শ্যাম্পু করার পর হেয়ার রিন্স হিসেবে এটা ব্যবহার করুন। চুল চকচকে ও পরিষ্কার হবে।

স্পা করার পরঃ

* শুষ্ক চুলে সপ্তাহে অন্তত দুদিন অয়েল ম্যাসাজ করুন।

* তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। বেশি কেমিক্যালসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করলে চুলের ন্যাচারাল অয়েল ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।

* শ্যাম্পুর পর নারিশিং ময়েশ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করুন। মাসে একবার ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করতে পারেন।

* হেয়ার ড্রায়ার বেশি ব্যবহার করলে চুল আরো শুষ্ক হয়ে যায়।

উপকারিতাঃ

* অয়েল ম্যাসাজের ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। চুল নরম ও মসৃণ হয়। স্ক্যাল্পে সমস্যা থাকলে বা সেনসেটিভ স্ক্যাল্প হলে হেয়ার স্পা করুন। তৈলাক্ত স্ক্যাল্পের সমস্যা কমাতেও হেয়ার স্পা সমানভাবে কার্যকর।

* অতিরিক্ত শুষ্ক চুল, ভঙ্গুর চুল বা খুশকির সমস্যায় হেয়ার স্পা দারুণ উপযোগী।

* চুল রিবন্ডিং বা কালার করার কারণে বা পানি ভালো না হওয়ার কারণে চুল খারাপ হয়ে গেলে হেয়ার স্পা ভালো চুল ফিরিয়ে দেবে।

* চুল পড়ার সমস্যায়ও হেয়ার স্পা কার্যকর। মানসিক চাপ, হরমোনে পরিবর্তন, অতিরিক্ত ঠাণ্ডা বা গরম, অসুস্থতা- যে কারণেই চুলপড়া শুরু হোক না কেন, চুলপড়া নিয়ন্ত্রণ করতে হেয়ার স্পা সাহায্য করে।

* তিন সপ্তাহে একবার হেয়ার স্পা করতে পারেন। তবে কত দিন পর পর হেয়ার স্পো করবেন তা নির্ভর করবে চুলের ধরনের ওপর।

হেয়ার স্পা কখন দরকার পড়েঃ 

* স্ক্যাল্প প্রায়ই চুলকালে এমনকি শ্যাম্পু করার পরও

* চুলের ডগা ফেটে গিয়ে রুক্ষ হয়ে পড়লে

* প্রায়ই চুলে জট পাকালে, চুল এলোমেলো হয়ে পড়লে

* খুব মানসিক চাপে ভুগলে

* হঠাৎ করে চুলে খুশকি হলে

* চুলে কালার বা কেমিক্যাল ট্রিটমেন্ট করলে।

 

 

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।