সম্পূর্ণ নতুন ধরণের ফ্রেঞ্চ স্টাইল বেণী শিখে নিন (পদ্ধতি ও ভিডিও)

ফ্রেঞ্চ স্টাইল বেণীফ্রেঞ্চ বেণী বা ফ্রেঞ্চ খোঁপা করতে সবাই পারেন। কিন্তু ফ্রেঞ্চ স্টাইলের অন্য কোন চুলের সাজ জানেন কি? আজ আমরা নিয়ে এলাম আরও একটি ফ্রেঞ্চ হেয়ার স্টাইল Pull-Through Braid। খুব সহজে দারুণ ভিন্নধর্মী এই হেয়ার স্টাইলটি অনেক ভাবেই করতে পারেন আপনি, তাও নিজের চুলে নিজেই। আর স্টাইলটি এত চমৎকার যে এভাবে চুল বেঁধে রাতে ঘুমালেও সকালে হেয়ার স্টাইল এলোমেলো হবে না মোটেই। কোঁকড়া কিংবা সোজা যে কোন চুলেই মানিয়ে যাবে চমৎকার। চলুন, শিখে নিই পদ্ধতি।

যা যা লাগবে

চিরুনি
রাবার ব্যান্ড
চুল সেট করতে চাইলে হেয়ার স্প্রে (সিল্কি চুলে লাগবে না)

যেভাবে করবেন

-এই বেণী দুইভাবেই করতে পারেন। চুলে পনিটেইল বেঁধে তারপর করতে পারেন। চুলকে একপাশে ঘুরিয়ে এনে আলগোছেও করতে পারেন। পদ্ধতি একই। ভিডিওতে দেখবেন পনিটেইল বাঁধার পর বেণী করা হয়েছে।
-এবার চুলকে দুভাগ করে নিন। উপরের ভাগে দুই ইঞ্চি জায়গা খালি রেখে একটা রাবার ব্যান্ড আটকে দিন।
-এবার উপরের চুলের মাঝে একটা ছিদ্র তৈরি করে নিচের চুলগুলো এই ফাঁকের মাঝ দিয়ে উপরে নিয়ে আসুন।
-এবার এই উপরে নিয়ে আসা চুলগুলোর ২ ইঞ্চি খালি রেখে একটা রাবার ব্যান্ড আটকে দিন।
-এবার একইভাবে একটি ছিদ্র তৈরি করে নিচের চুলগুলো ওপরে নিয়ে আসুন। এবং ২ ইঞ্চি নিচে রাবার ব্যান্ড আটকে দিন।
-এভাবে সমস্ত চুল করে নিন এবং নিচে রাবার ব্যান্ড আটকে দিন।
-তারপর হাত দিনে চুলগুলো একটু ঢিলে করে দিন।
-ব্যাস, তৈরি আপনার হেয়ার স্টাইল!

বিস্তারিত দেখে নিন এই ভিডিওতে

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।