স্বাস্থ্যউজ্জ্বল ঘন কালো চুল পেতে ব্যবহার করুন মাত্র ১টি হেয়ার প্যাক

স্বাস্থ্যউজ্জ্বল ঘন কালো চুললম্বা, ঘন, কালো চুল সবারই কাম্য। কিন্তু রোদ, ধুলো ময়লা, আবহাওয়া আর যত্নের অভাবে চুল হয়ে যায় মলিন, প্রাণহীন ও রুক্ষ। আর সেই সাথে বেড়ে যায় চুল পড়ার হার। কিন্তু সামান্য যত্নে এই সম্যসাগুলোর সমাধান পাওয়া সম্ভব। একটি মাত্র প্যাক আপনার চুলের খুশকি দূর করে চুলকে করবে আগের চেয়ে বেশি সিল্কি, ঘন, কালো। তার সাথে সাথে এটি নতুন চুলও গজাতে সাহায্য করবে। আসুন জেনে নিই এই জাদুকরী প্যাক তৈরির উপায়।

যা যা লাগবে:
– সবুজ চা পাতার (গ্রিন টি) টি ব্যাগ ৪টি
– গরম পানি
– অ্যালোভেরা পাতা ২টি

যা করবেন:
একটি পাত্রে গরম পানি নিন। ও এতে টি ব্যাগগুলো দিয়ে দিন। এভাবে সবুজ চা তৈরি করে নিন।
এবার অ্যালোভেরা পাতা থেকে এর জেল আলাদা করে ফেলুন।
এবার ব্লেন্ডারে সবুজ চা, অ্যালোভেরা জেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এমন ভাবে ব্লেন্ড করবেন যেন অ্যালোভরা জেল খুব ভাল করে মিশে যায়।
ভাল করে মেশানো হয়ে গেলে একটি খালি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে রাখুন।
এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে লাগান। ২ মিনিট ম্যাসাজ করুন।
ম্যাসাজ করার সময় খেয়াল রাখবেন আঙুলের ডগা দিয়ে যেন ম্যাসাজ করা হয়।
যদি এটি আপনি শ্যাম্পু হিসেবে ব্যবহার করেন তবে ৫ থেকে ১০ মিনিট মাথায় রাখুন। আর যদি এটি প্যাক হিসেবে ব্যবহার করেন তবে ১৫ মিনিট মাথায় রাখতে পারেন।
১০ মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর কন্ডিশনার ব্যবহার করুন। আর দেখুন চুলের এক নতুন রূপ।

*এটি ব্যবহার করার পর চুলে শ্যাম্পু করা লাগবে না।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।