চুলের যত্নে কালোজিরা

চুলের যত্নে তেলের ব্যবহার অত্যন্ত জরুরী। প্রতিদিন ধুলাবালি ছারাও নানা কারনে আমাদের চুল নিস্প্রান হয়ে যাচ্ছে। সেই সাথে নেই চুলের বৃদ্ধি আর বেরেই চলেছে চুল পরার সমস্যা। তাই চুলের যত্নে কালোজিরার তেল সম্পর্কে জেনে নিন। যেটা আপনার চুলে প্রান ফিরিয়ে আনবে এবং চুল লম্বা করটে সাহায্য করবে। এর পাশাপাশি চুলপরা বন্ধ করে চুলকে করবে ঘনকালো এবং ঝলমলে ।

প্রনালিঃ 

একটি পরিষ্কার শুকনো বাটিতে ৫০ মিলি নারিকেল তেল নিয়েনিন (নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে যা চুলে পুষ্টি যোগায় এবং চুলে গুরা মজবুত করে)। তাতে ১ টেবিল চামচ কালোজিরা মিশিয়ে নিন। এরপর এই তেলটাকে ভালো করে গরম করে নিন। যখন তেল ও কালোজিরা ভালোভাবে গরম হয়ে যাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার এই তেল কালোজিরা সহ বোতলে রেখে দিন। আপনি চাইলে এতে ভিটামিন ই কেপসল ব্যবহার করতে পারেন। আর আপনি চাইলে কালোজিরা কিনে তেল ভাঙ্গিয়ে নিতে পারেন, তবে আপনার সুবিধায় মমতাজ কালোজিরা তেল ব্যবহার করতে পারেন এতে সকল উপাদান একসাথে আছে। রাতে ঘুমতে যাওয়ার আগে এই তেল আপনার চুলের গুড়ায় ভাল করে ম্যাসাজ করে নিন। সারা রাত এ তেল মাথায় রেখে সকালে শ্যাম্পু করে নিতে পারেন। এ তেল সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। এতে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুলের সকল সমস্য সমাধান হয়ে যাবে।

সূত্র ; oporazoya24

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।