”রূপচর্চা” ঠোটের কালচে ভাব দূর করার উপায়

খুব সাধারণ এবং প্রাকৃতিক যে নিয়মগুলো মেনে ঠেটের কালচে ভাব দূর করতে পারবেন………
১. ধূমপান মানে বিষপান তা সবাই জানি। ধুমপানের কারণে অনেক প্রকার common diseases হয়। এটি যেমন ভিতরের অঙ্গের ক্ষতি করে তেমনি বইরের অঙ্গের ও ক্ষতি করে যার মাধ্যে ঠোট অন্যতম।তাই ধুমপান জনিত কোন অভ্যাস থাকলে পরিহার করুন এখুনি।
২. চা বা কফির যদি পানের অভ্যাস যদি বেশি থাকে তবে সেটার পরিমাণনে কমিয়ে দিনে এব থেকে দুই বার করুন।
৩. মদ বা অ্যালকোহল সবসময় এড়িয়ে চলুন।
৪. লেবুর রস একটা দারুন ক্লিনিজ।লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান দেখবেন কালোভাব দূর হবে।
৫. পারলে ধনে পাতার রস ঠোটে মাখান কারণ ধনে পাতার রস ঠোঁটের কালোভাব দূর করে থাকে।
৬. ভালো ফলাফল পেতে একটা একটা লেবুর অর্ধেক কেটে নিন।এবার এই অর্ধেক লেবুর উপর ২ ফোটা মধু মিশিয়ে ঠোটে ম্যসেজ করুন। ম্যসেজ অবশ্যই বৃত্ত্কার ভাবে করবেন।এরপর বরফের পানিতে ঠোট ভালোকরে ধুয়ে ফেলুন।
৭. সকালে যখন ব্রাশ করবেন তখন ব্রাজ দ্বারা ঠোটের উপর হালকাভাবে ঘষবেণ।দেখবেন ঠোটের মরা কোষগুলো উঠে যাবে।
৮. কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মুলতানি মাটির সাথে মিশিয়ে ঠোঁটে লাগান , দেখবেন ঠোঁটের কালোভাব দূর হবে।
৯. যদি ঠোঁটের কোনা কালো হয় তবে শসা ও পাতিলেবুর রস একসাথে মিশিয়ে প্রতিদিন ৩-৪ বার লাগান। অনেক উপকার পাবেন।
১০. ঠোটের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজলের মিশ্রণ।
১১. রাতে ঘুমানোর আগে একটি প্রাযাক ব্তেযকহার করুন।নারিকেলের তেল ও বাদাম তেল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে ২ দিন এই প্যাকটি ব্যবহার করুন দেখবেন কালো দাগ দূর হবে।
১২ পানিকে জীবনের সঙ্গী করুন .প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
১৩. ঠোটে অযথা কৃত্রিম দ্রব্য ব্যবহার করা থেকে বিরত থাকুন।প্রস্তুত করকের সিল বো হলোগ্রাম দেখে ব্যকহার করুন।যেমন লিপিস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে সেটার মান সম্পর্কে নিশ্চিত হবেন।

সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।