”রূপচর্চা” চুলের যত্নে টক দইয়ের প্যাক

চুলের যত্নে টক দইয়ের প্যাক
টক দই আমরা শুধু খাবারেই ব্যবহার করে থাকি। কিন্তু টক দই চুল পড়া বন্ধ করা সহ চুল পরিচর্চার কাজে অসাধারণ ভূমিকা পালন করে।

চুল পড়া বন্ধ করতেঃ
টক দইয়ের সাথে মেথি মিশিয়ে চুলে ব্যবহার করলে, চুল পড়া বন্ধ হয়। প্যাকটি ৪৫ মিনিট মাথায় রেখে, শ্যাম্পু করে নিতে হবে। প্যাকটি হেয়ার ফল দূর করার ক্ষেত্রে অনেক পরিক্ষিত।

চুল সিল্কি করতেঃ
চুল সিল্কি করতে টক দই, লেমন জুস, মধু, ডিম একসাথে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে নিলে, চুলের হারানো উজ্জলতা ফিরে আসবে।

কোঁকড়া চুলের জন্যঃ
৩ চামচ দই এর সাথে ২ চামচ নারিকেল তেল এবং ৪ চামচ অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে চুলে আধা ঘন্টার জন্য লাগিয়ে রাখতে হবে। ৩০ মিনিট পর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। কোঁকড়া চুলের জন্য এই প্যাকটি অনেক উপকারী। এর ফলে চুল সোজা এবং নরম হয়।

সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।