৫ মিনিটেই অপরূপা প্রতিদিন

sajsojja
সকালে ক্লাস অথবা অফিস আছে। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তার উপর তৈরি হতে হবে আর হালকা সাজগোজ তো আছেই। কিন্তু কাজের তাড়াহুড়ায় সাজার এতো সময় কই? নাহ, সাজতে আর বেশি সময় লাগবে না। মাত্র ৫ মিনিটেই আপনি সেজেগুজে ফিটফাট হয়ে যেতে পারবেন।
জেনে নিন কিভাবে মাত্র ৫ মিনিটেই আপনি ঝটপট সেজে নিতে পারবেন।

১।বেস মেকআপ (২ মিনিট):

মুখ ভালো করে ধুয়ে নিন।
অয়েল ফ্রি সানস্ক্রিন ও লিকুইড ফাউন্ডেশন একসাথে মিশিয়ে পুরা মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন।
মুখে কোথাও দাগ থাকলে কন্সিলার দিয়ে ঢেকে নিন।
ফেস পাউডার দিয়ে পুরা মুখের বেস তৈরি করে নিন।

২। চোখ(২ মিনিট):

দিনের বেলা আই শ্যাডো না দিলেও হয়। আর যদি দিতেই চান তাহলে হাল্কা রঙের পাউডার আই শ্যাডো দিন।
চোখে ওয়াটার প্রুফ আই লাইনার লাগিয়ে নিন।
আই লাইনার দিয়ে চোখ আঁকতে কারো কারো অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে পেন্সিল কাজল দিয়েও চোখ এঁকে নিতে পারেন।
চোখের ভেতরে কাজল লাগিয়ে নিন। সবচেয়ে ভালো হয় ছড়িয়ে যায়না এমন কাজল লাগালে।
চোখের পাতা পাতলা হলে ওয়াটার প্রুফ মাস্কারা লাগিয়ে নিন। আর ঘন হলে দরকার নেই সময় নষ্ট করার।

৩। ঠোট (১ মিনিট):

লিপ লাইনার একে নিন। ঠোট মোটা হলে ভেতরের দিকে লাইন আঁকবেন। ঠোট বেশি চিকন হলে কিছুটা বাইরের দিকে লাইন আঁকবেন।
ম্যাট লিপস্টিক দিয়ে পুরো ঠোটটা ভরাট করে নিন।
বেশিক্ষণ লিপস্টিক রাখতে চাইলে লিপস্টিক দিয়ে উপরে হাল্কা করে পাউডার পাফ করুন। এবার এর উপর আবার লিপস্টিক দিয়ে দিন। অনেকক্ষণ থাকবে লিপস্টিক।

ঝটপট হয়ে গেলো মেকআপ। এখন থেকে সকালে বাইরে যেতে আর দেরি নয়। ৫ মিনিটেই ঝটপট মেকআপ করে ফেলতে পারবেন।

মনে রাখবেন দিনের বেলা বেশি ভারী মেকআপ দেখতে খারাপ দেখায়। তাই যতটা সম্ভব স্নিগ্ধতা বজায় রাখুন চেহারায়। মেকআপ বেশি করুন আর অল্পই করুন, বাড়ি ফিরে অবশ্যই ভালো করে মেকআপ তুলে ফেলবেন। ভালো করে মেকআপ না তোলা হলে প্রতিদিনের এই হালকা মেকআপও ত্বক নষ্ট করে ফেলবে।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।