রান্নাঘরের সিংকের ড্রেইন জ্যাম হয়ে গেছে? জেনে নিন সবচাইতে সহজ সমাধানের রাস্তাটি

রান্নাঘরের সিংকের ড্রেইন জ্যাম হয়ে গেছেরান্নাঘরের সিংকের ড্রেইন জ্যাম হয়ে যাওয়া খুবই কমন একটি সমস্যা। ময়লা জমে সিংকের ড্রেইন জ্যাম হয়ে যায়, ফলে পানি যেতে অসুবিধা হয়। এই ময়লা আবর্জনা কে হাত দিয়ে পরিষ্কার করবে? জেনে রাখুন খুবই সহজ একটি সমাধান। যাদের সিংকের ড্রেইন জ্যাম হয়ে পানি যেতে অসুবিধা হচ্ছে, এই পদ্ধতিতে সিংক একদম ঠিকঠাক হয়ে যাবে। এবং আপনাকে কোন বাড়তি ঝামেলাও করতে হবে না, ময়লা-আবর্জনা ঘাঁটাঘাঁটির তো প্রশ্নই ওঠে না!

যা যা লাগবে

বেকিং সোডা (বেকিং পাউডার নয় কিন্তু)
গরম পানি
ভিনেগার

যা করবেন

 -১ হাঁড়ি ফুটন্ত গরম পানি ড্রেইনের মাঝে আস্তে আস্তে ঢালুন।
-তারপর ড্রেইনের মাঝে ১/২ কাপ বেকিং সোডা ঢেলে দিন। যদি ড্রেইনের মুখ বেশী সরু হয়, তাহলে কাগজের কোন বানিয়ে সেটার মাঝ দিয়ে আস্তে আস্তে ঢালুন।
-এবার এটাকে ১৫/২০ মিনিট এভাবেই থাকতে দিন।
-তারপর ১ কাপ ভিনেগার ও ১ কাপ ফুটন্ত গরম পানি মিশিয়ে এই বেকিং সোডার ওপরে আস্তে আস্তে ঢেলে দিন।
-ড্রেইনের মুখটা কিছু একটা দিয়ে ঢেকে দিন যেন গরম ভাপটা দ্রুত বের হয়ে যেতে না পারে।
-এভাবে আরও ১৫ মিনিট রাখুন। ১৫ মিনিট পর আরও এক হাঁড়ি ফুটন্ত গরম পানি ঢেলে দিন।

যদি আপনার সিঙ্ক তেল-চর্বি বা পচনশীল খাদ্য কণা জমে জ্যাম হয়ে গিয়ে থাকে, তাহলে এই পদ্ধতিতেই একদম ঠিক হয়ে যাবে। প্রয়োজনে পর পর ২/৩ দিন করুন। বা সপ্তাহে একবার করেও এটা করতে পারেন। আর যদি চুল বা শক্ত কোন কিছু গিয়ে জ্যাম হয়ে থাকে, তাহলে এই পদ্ধতিতে কাজ করবে না। সেখত্রে অভিজ্ঞ প্লাম্বারের পরামর্শ নিন।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।