চুলের যত্ন লেবু দিয়ে

 চুলের যত্নে লেবু অসাধারণ। লেবুতে রয়েছে বেশ কিছু পুষ্টিকর উপাদান যেমন, সাইট্রিক এসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি। অনেকের ধারণা আছে, লেবু চুলকে গ্রে করে দেয়!! এটা মোটেও সত্যি নয়। এসব কারণে অনেকেই চুলের যত্নে লেবু  ব্যবহার করতে দ্বিধাবোধ করেন।

টিপস ১ঃ 

ছোট একটি পাত্র নিন।
১/২ চামচ লেবুর রস নিন।
সাথে ১ চামচ অলিভ অয়েল মিশান।
মিশ্রণটি আলতোভাবে চুলে লাগান। ২০-২৫ মিনিটের মত রাখুন। অতঃপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
সপ্তাহে একবার এটি ব্যবহার করুন।

টিপস ২ 

এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ ডাবের পানি মিশিয়ে নিয়ে, শুধু মাথার স্ক্যাল্প-এ এ লাগান।বিশ মিনিট রেখে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার লাগানো যেতে পারে।

টিপস ৩

এই প্যাকের জন্যে আপনার লাগবে ৪-৫ ফোঁটা লেমন অ্যাসেনশিয়াল অয়েল, এক টেবিল চামচ কাস্টের অয়েল এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল। তিন ধরনের তেল একসাথে মিশিয়ে একটু গরম করে নিন।এরপরে পনের মিনিট ধরে স্ক্যাল্প-এ ম্যাসাজ করে নিন। এরপরে আরও ত্রিশ মিনিট রেখে শ্যাপু করে ফেলুন। এটা চাইলে সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন আপনি।

সূত্র ; shajgoj

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।