”রান্না-বান্না” ছোলার ডালে মাংস

উপকরণ :

খাসির মাংস ৫০০ গ্রাম,

ছোলার ডাল ২৫০ গ্রাম,

আদা বাটা ২ টেবিল চামচ,

রসুন বাটা ২ টেবিল চামচ,

জিরা বাটা ১ টেবিল চামচ,

পেঁয়াজ কুচি ১ কাপ,

হলুদ গুঁড়া ১ চা চামচ,

কাঁচালংকা ৫-৬টি,

শুকনা লংকা গুঁড়া ১ চা চামচ,

লবণ পরিমাণমতো,

তেজপাতা ২-৩টি,

দারুচিনি ২-৩টি,

এলাচ-লবঙ্গ ২-৩টি,

রম মসলা গুঁড়া ২ চা চামচ,

সয়াবিন তেল ১/৪ কাপ,

ঘি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি তেজপাতা ও পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, শুকনা লংকা গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষিয়ে মাংস দিয়ে আবার কষিয়ে ভিজিয়ে রাখা ডাল দিতে হবে। ডাল ও মাংস একসঙ্গে অল্প আঁচে রান্না করতে হবে। নামানোর আগে ঘি ও কাঁচামরিচ ফালি দিয়ে নামাতে হবে।

সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।