”রূপচর্চা” চুলের যত্নে শিকাকাই

শিকাকাই আস্ত তেঁতুলের মত এক ধরনের ফল।শুকনো শিকাকাই এর পাউডার হাজার বছর ধরে চুলের যত্নে প্রাকৃতিক শ্যাম্পু হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।

উপকারিতা-

১)শিকাকাইয়ের স্যাপোনিন প্রাকৃতিক ডিটারজেন্ট হিসাবে চুলের ময়লা পরিষ্কার করে।

২)এর পিএইচ এসিডিক ও চুলের খুব কাছাকাছি হওয়ায় এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ চুলের শ্যাম্পু।

৩)চুলের জন্য অপরিহার্য ত্বকীয় তেল সেবাম ও শিকাকাই উভয়ই এসিডিক হওয়ায় শিকাকাই শ্যাম্পু হিসাবে ব্যবহার করলে চুলের স্বাভাবিক তেল অপসারিত হয় না।

৪)শিকাকাই এসিডিক হওয়ায় এটি চুলের কেরাটিনের হাইড্রোজেন বন্ডকে শক্তিশালী করে ফলে চুল শক্ত হয়,সহজে ঝরে পড়েনা,চুল মসৃণ হয় এবং চুলে সহজে জট বাঁধেনা। অর্থাৎ এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে।

৫)শিকাকাই শ্যাম্পুতে খুব একটা ফেনা তৈরি হয় না।মাইল্ড এসিডিক হওয়ায় বাচ্চাদের ক্ষেত্রেও অনাসায়ে ব্যবহার করা যায়।।

কীভাবে ব্যবহার করতে হবেঃ

২চা চামচ শিকাকাই পাউডারের সাথে অল্প পরিমাণ কুসুম গরম পানি মিশিয়ে পেষ্ট তৈরী করুন এবং এভাবে ১ঘন্টা রেখে দিন।তারপর ভালভাবে ঘুটে চুলে লাগান।১৫মি. পর নরমাল ট্যাপের পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।