”হেলথ টিপস” অ্যালোভেরার বহুমাত্রিক ওষুধি গুণাগুণ

অ্যালোভেরার রয়েছে বহুমাত্রিক ঐষুধি গুণাগুণ। রূপচর্চা আর স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা সমাধানেও এটি উপকারী। নানান ধরনের শারীরিক সমস্যা সমাধানের জন্য অ্যালোভেরা জুস গ্রহণ করা হয়ে থাকে। তবে মাত্রাতিরিক্ত অ্যালোভেরা গ্রহণ করলে সেটি স্বাস্থের জন্য ক্ষতিকর।
অ্যালোভেরার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত অ্যালোভেরা গ্রহণের কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার কথা প্রকাশ করা হয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইতে।
অতিমাত্রায় অ্যালোভেরা গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া:
১. অতিরিক্ত অ্যালোভেরা জুস গ্রহণে ত্বকের বিভিন্ন স্থানে অ্যালার্জি দেখা দিতে পারে।
২. রক্ত চাপ কমে যেতে পারে।
৩. গর্ভধারণ ও স্তনদানে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ে।
৪. লিভার টক্সিসিটি তৈরি হয়।
৫. অ্যালোভেরা অতিমাত্রায় খেলে কিডনি বিকল হওয়ারও আশঙ্কা থাকে।
৬. শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যহীন হয়।
৭. পাকস্থলীর সমস্যা তৈরি হতে পারে।
৮. পাইলস বা হেমোরয়েডসের সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে।
সৌন্দর্য বাড়াতে বা স্বাস্থ্যগত উপকারে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। তবে অ্যালোভেরা কতটুকু গ্রহণ করবেন, এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটাই ভালো।

সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।