পুদিনার চাটনি

sajsojja
সস আর চাটনির প্রয়োজন সারা বছরই। না কিনে বাড়িতেই তৈরি করুন।

উপকরণ :

  • পুদিনা ৫০ গ্রাম
  • সাদা সরিষা ১ চা চামচ
  • মাঝারি আকারের রসুন ১টি
  • তেঁতুলের মাড় ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ ৩টি
  • চিনি ১ টেবিল চামচ
  • লবণ আধা চা চামচ
  • বিটলবণ আধা চা চামচ

যেভাবে তৈরি করবেন:
পুদিনা ধুয়ে মিহি করে বাটুন। মরিচ, রসুন, সরিষা মিহি করে বেটে বাকি সব উপকরণ মেশান।ব্যাস হয়ে গেল পুদিনার চাটনি।  শিঙ্গাড়া, সমুচা, পাকোড়ার সঙ্গে পরিবেশন করুন………  🙂
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।