চোখের উজ্জ্বলতা বাড়াতে করনীয়

কাঁচাদুধ: 

কাঁচাদুধে দুটি তুলার বল ভিজিয়ে রেফ্রিজারেইটরে রেখে ঠাণ্ডা করে ১০ থেকে ১৫ মিনিট চোখের উপরে ধরুন।

ঠাণ্ডা দুধ চোখের ফোলাভাব কমাবে এবং নিয়মিত ব্যবহারে কালো দাগ হালকা করবে।

আলুর টুকরা:

আলুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান চোখের নিচের কালো দাগ দূর করে।

কয়েক টুকরা আলু কুচি করে নিন এবং ঠাণ্ডা করার জন্য রেফ্রিজারেইটরে রাখুন। এরপর কয়েক মিনিটের জন্য চোখের উপরে ধরুন।

নিয়মিত ব্যবহারে চোখের কালো দাগ দূর হবে।

 

 

 

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।