১২টি প্রয়োজনীয় হেলথ টিপস

১২টি প্রয়োজনীয় হেলথ টিপস

১। প্রতিদিন আট গ্লাস পানি পান করুন।

২। প্রত্যেক বারের খাবারে দুইটি সবজি এবং একটি ফল অর্ন্তভুক্ত
করুন।

৩। প্রত্যেকবারের খাবারের
শুরুতে কাঁচা সবজির সালাদ খান।

৪। বিভিন্ন রকমের সব্জি দিয়ে হালকা নাস্তা তৈরী করুন।

৫। দিনের শুরুতে লেবু দিয়ে হালকা গরম পানি পান করুন।

৬। শুধুমাত্র টাটকা সব্জি খান।

৭। সপ্তাহে অন্তত: একদিন দুপুর পর্যন্ত শুধুমাত্র ফল খান এবং তারপরে দিনের প্রথম খাবার
খান।

৮।তৎক্ষনাত রান্না করা খাবার খান
বাসি অথবা ফ্রিজের খাবার
খাবেন না ।

৯। কফির অভ্যাস ত্যাগ করুন তার
পরিবর্তে টাটকা ফলের রস খান ।

১০। খাবার থেকে সমস্ত
ভাজা ভাজা খাবার ত্যাগ করুন ।

১১। খাবারের তালিকা থেকে উচ্চ
চিনিযুক্ত খাবার যেমন- হালকা পানীয়, আইসক্রিম, ক্যান্ডি এবং কুকিজ বাদ দিন ।

১২। সবজী কাটার আগে পরিস্কার
পানি দিয়ে ধুয়ে নিন ।

সূত্রঃ arthosuchak
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।