চুলের যত্নে তিলের তেল

তিলের তেল চুলের জন্য খুবই উপকারী। চুলের নানা উপকারীতায় তিলের তেলের জুড়ি মেলা ভার। কষ্ট করে খাঁটি তিলের তেল সংগ্রহ করুন, চুলের যত্নে আর চিন্তা করতে হবেনা।

চুলের যত্নে কেন তিলের তেল ব্যবহার করবেন, তার কিছু কারণ দেয়া হল-

১. তিলের তেল চুলকে ঝলমলে করে।

২. চুল পড়া বন্ধ করতে তিলের তেল ম্যাজিকের মতো কাজ করে।

৩. এটি চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়িয়ে চুলের বৃদ্ধি বাড়ায়।

৪. চুলের ভেঙে যাওয়া রোধ করে।

৫. অকালে চুল পেকে যাওয়া রোধ করতেও তিলের তেল খুবই উপকারী।

৬. তিলের তেল চুলের আগা ফাটা দূর করে।

৭. খুশকির যন্ত্রণা থেকে রেহাই পেতে তিলের তেল ব্যবহার করতে পারেন।

সুত্রঃ breakingnew

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।