” চুলের যত্ন” পেঁয়াজের রসের ব্যবহার

পেঁয়াজ থেকে আশানুরূপ ও কার্যকর ফলাফল পেতে এর রস সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই।

উপকরণ

কয়েক টুকরো পেঁয়াজ।

পদ্ধতি 

প্রথমে ভালো, সতেজ কিছু পেঁয়াজ নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রসটকু সংগ্রহ করুন। এবার রসটুকু সরাসরি মাথায় মালিশ করুন যেভাবে তেল মালিশ করা হয়। ৩০ মিনিট পর চুলে শ্যাম্পু করে ধুলে ফেলুন।

মধুর সাথে পেঁয়াজ

 পেঁয়াজ থেকে উপকার পেতে আপনি এটা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন অথবা পেঁয়াজের রস ত্বকে মালিশ করতে পারেন। তাছাড়া এটি পরিপাকের জন্যও বেশ উপকারী কারণ এটি হজমশক্তি বৃদ্ধি করে। এই একই জিনিসি আপনি চুলেও ব্যবহার করতে পারেন।

উপকরণ

আধা কাপ পেঁয়াজ, ১ টেবিল চামচ মধু।

 পদ্ধতি 

আধা কাপ পেঁয়াজের রস সংগ্রহ করে  তার সাথে ১ টেবিল চামচ মধু নিয়ে রসটুকুর সাথে মেশান। এবার এই রস নিয়মিত খান বা মাথায় লাগান।

তেলের সাথে পেঁয়াজ

 তেলের সাথে পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করলে এটি বেশি পরিমাণ পুষ্টির যোগান দেবে, কারণ তেলের স্বতন্ত্র গুণাগুণ রয়েছে।

উপকরণ

৩ টেবিল চামচ পেঁয়াজের রস, ১ টেবিল চামচ মতো নারিকেল তেল বা অলিভ অয়েল।

পদ্ধতি 

৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস সংগ্রহ করুন। ১ টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল অথবা অলিভ অয়েল মেশান। মাথার ত্বকে ঘষে ঘষে মালিশ করুন যাতে গোড়ার গভীরে পৌছায়।

লেবুর সাথে পেঁয়াজ

 লেবুর রস কিন্তু খুশকি দূর করতেও সহায়ক । তাই এই  প্রক্রিয়াটি আপনার ত্বকের জন্য একাধিক সমস্যায় কার্যকরী ভূমিকা রাখবে।

উপকরণ

৩ টেবিল চামচ পেঁয়াজের রস, ১ টেবিল চামচ লেবুর রস।

পদ্ধতি 

৩ টেবিল চামচ পেঁয়াজের রস সংগ্রহ করুন। এর সাথে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস একত্রে মিশিয়ে নিন। এবার মাথার ত্বকে মালিশ করুন ।

এভাবে যদি নিয়মিত সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করেন তাহলে আপনার চুল আগের চেয়ে অনেক স্বাস্থ্যোজ্জ্বল হবে

সূত্র ; dusbus

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।