কাঁচা আমের জুস

কাঁচা আমের জুস
উপকরণঃ
• কাঁচা আম কুচি- ২ কাপ,
• পানি- ৪ কাপ,
• চিনি- ১ কাপ,
• কাঁচা মরিচ- ২ টা,
• বিট লবণ- ২ চা চামচ,
• লেবুর রস- ২ টেবিল চামচ,
• পুদিনা পাতা- ২ টেবিল চামচ।

প্রণালীঃ
*প্রথমে আম কুচি আর পানি কিছুক্ষণ ব্লেন্ড করুন।

*এরপর এতে লেবুর রস বাদে একে একে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

*এখন লেবুর রস দিয়ে আবার ব্লেন্ড করুন।

*ভালোভাবে ব্লেন্ড হয়ে এলে ছেঁকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। (ভালোভাবে ছাঁকবেন যেন আঁশ না থাকে)

…এবার বরফ কুঁচি দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।