মাংস বড়া

মাংস বড়া
উপকরণঃ
• আদা, রসুন বাটা- ১ চা চামচ,
• গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ,
• কাবাব মশলা- ১ চা চামচ,
• পেঁয়াজ বাটা- ৩ চা চামচ,
• মরিচ বাটা- ৩ চা চামচ,
• হলুদ গুঁড়ো- ১ চিমটি,
• পাউরুটির পিস- প্রয়োজন মতো,
• আলু (সেদ্ধ করে পিষে নেয়া) – ১ কাপ,
• হাড় ছাড়া মাংস (মুরগি/গরু/খাসি) – ১ কাপ,
• তেল- পরিমাণ মত,
• লবণ- স্বাদমতো।

প্রণালীঃ
*প্রথমে আলু ভালো করে সেদ্ধ করে পিষে নিন ভালো করে। মাংস ছোট করে কেটে সেদ্ধ করে নিন। এরপর মাংস একটি কাটা চামচের ব্যবহারে আঁশ আঁশ ছাড়িয়ে নিন।

*এরপর একটি বড় বাটিতে পাউরুটি বাদে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। পাউরুটি ছিঁড়ে ছোট টুকরো করে মিশ্রণের নরমভাব কমাতে ব্যবহার করুন। যতোটা পাউরুটির প্রয়োজন ততোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

*এরপর হাতে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বল তৈরি করে চেপে বড়ার আকার দিন ও আলাদা করে রাখুন।

*একটি ফ্রাইপ্যানে ডুবো তেল নয় আবার বেশি শুকনোও নয় এমন ভাবে তেল দিয়ে বড়া সাজিয়ে দিয়ে ভাজতে থাকুন হালকা থেকে মাঝারি আঁচে। একপাশ হয়ে গেলে অপর পাশ উল্টে লালচে করে ভেজে নিন।

*একটি কিচেন টিস্যুতে ভেজে তুলে নিন বড়া গুলো।

…সব ভাজা হয়ে গেলে সস ও মেয়োনেজের সাথে পরিবেশন করুন।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।