চিকেন ললিপপ

চিকেন ললিপপ
উপকরণঃ

• হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ,
• আদা কুচি- ১/২ চা চামচ,
• রসুন কুচি- ১/৪ চা চামচ,
• পেঁয়াজ কুচি- ১ টে চামচ,
• কাঁচা মরিচ- ২ টি,
• টোমেটো- ১ টি,
• লবন- স্বাদ মত,
• ময়দা- ১ টে চামচ,
• কর্ণ ফ্লাওয়ার- ১ চা চামচ,
• গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
• ফেটানো ডিম- ১ টি,
• টোষ্টের গুঁড়া- ১ কাপ,
• ভাজার জন্য তেল- পরিমাণ মত।

প্রণালীঃ
*হাড় থেকে চিকেন আলাদা করে নিন। আর হাড়গুলো গরম পানিতে ধুয়ে তেলে হালকা ভেজে তুলে রাখুন।
*এরপর চিকেন, আদা, রসূন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবন ও টোমেটো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
*এবার ব্লেন্ড করা চিকেন কিমাতে ময়দা, কর্ণ ফ্লাওয়ার ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভাল করে মাখিয়ে নিন।
*এরপর মেখে রাখা কিমা দিয়ে ছোট ছোট বল বানিয়ে ডিমে চুবিয়ে ও টোষ্টের গুঁড়াতে গড়িয়ে মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিন।
…ভেজে তুলে রাখা হাড় অথবা ছোট কালারফুল স্টীক গুঁজে চাটনি বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।