”শিশুর যত্ন” বাচ্চার জ্বর হলে করণীয়

ঈদের এই সময় ডাক্তার পাওয়াটা কষ্টকর। এই সময় বাচ্চার জ্বর হলে মাথায় পানি ঢালবেন না । কুসুম গরম পানিতে গামছা ভিজিয়ে স্পুরো শরীর মুছে দিন । জর ১০২ হলে সাপোসিটরি দিন । ১০০ /১০১ হলে সিরাপ দিন । একবার সাপোসিটরি দিলে ৪-৬ ঘন্টার মধ্যে সিরাপ দিবেন না । জর যে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে তা নয় । বাচ্চা এক্টিভ থাকলে বেশি জর থাকলেও সমস্যা নেই ।

জরে বুকের দুধ খাবে ঘন ঘন । একটু বড় বাচ্চারা যে সাগু বার্লিি কেবলখাবে তা নয় । স্বাভাবিক ভাত খেতো নিষেধ নেই । খুব বেশি অসুস্থ না হলে গোসল করতেও মানা নেই । বেশির ভাগ জ্বর ৩-৪ দিনেই সেরে যায় । জর অনেক বেশি হলে , বার বার বমি করলে , কিছুই খেতে না পারলে , খিচুনি হলে , জ্বরের সাথে র‍্যাশ , গিরা ব্যথা থাকলে , অজ্ঞান হয়ে গেলে দ্রুত ডাক্তার দেখাতে হবে ।

সূত্র ; Facebook

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।